সাতকানিয়া উপজেলার সকল উদ্যোক্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮/০১/২০১৫ খ্রিঃ রোজ রবিবার সকাল ১১.০০ঘটিকায় ডাচ বাংলা মোবাইল ব্যাকিং বিষয়ক উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সকল উদ্যোক্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল।
সাথে যা যা নিয়ে আসতে হবে:
০১। উদ্যোক্তার ছবি-------------------------------------------০৩ কপি।
০৩। জাতীয়পরিচয় পত্রের ফটোকপি----------------------------০৩ কপি।
০৪। জাতীয়পরিচয় পত্র নাথাকলে জন্মনিবন্ধনের ফটোকপি--------০৩ কপি।
০৫। উদ্যোক্তার নমিনির ছবি-----------------------------------০১ কপি।
০৬। গ্রামীণ/টেলিটক সীম ছাড়া অন্যান্য অপারেটর যেমন ররি, এয়ারটেল এবং বাংলালিংক ইত্যাদির একটি সীম যেটি দিয়ে মোবাইল ব্যাংকিং কা্র্যক্রম চলবে।
মোহাম্মদ উল্যাহ
উপজেলা নির্বাহী অফিসার
সাতকানিয়া, চট্টগ্রাম।
ফোন: 0303656232
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
01831090000 মহিউদ্দীন
01711707103 ডাচবাংলা ব্যাংক
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস