01. খাগরিয়া 02. নলুয়া 03. কাঞ্চনা 04. আমিলাইষ 05. ঢেমশা 06. কেওচিয়া 07. কালিয়াইশ 08. ধর্মপুর 09. পুরানগড় 10. ছদাহা 11.সাতকানিয়া 12. সোনাকানিয়া
ডিজিটাল সেন্টার সোলার সিস্টেম বিতরন ও স্থাপন করা হবে আগামী ০২/১২/২০১৪ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ৯.০০ঘটিকার সময় তালিকাভূক্ত ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের কে চট্টগ্রাম জেলা সার্কিট হাউসে উপস্থিত হওয়া জন্য বলা হইল।
যা যা সঙ্গে আনতে হবে।
১। সোলার সিস্টেম বিতরনের দিন উদ্যোক্তা তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
২। উদ্যোক্তাকে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে।
৩। উদ্যোক্তার পরিচয় পত্র সংগে আনতে হবে।
৪। চেয়রম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র আনতে হবে।
::::::::::::::::নিয়ামাবলী
৫। প্রত্যেক উদ্যোক্তাকে নিজ নিজ ব্যবস্থাপনায় সোলার সিস্টেম পরিবহন করার প্রস্তুতি নিয়ে আসতে হবে। সোলার সিস্টেম পরিবহনের জন্য প্রকল্প থেকে কোন খরচ প্রদান করা হবে না।
৬। সোলার সিস্টেম গ্রহন করার সময় সিস্টেম স্থাপনের তারিখ জানিয়ে দেয়া হবে।
৭। একটি ইউআইএসসি থেকে কেবল একজন উদ্যোক্তা ওরিয়েন্টেশনে অংশ নিবেন এবং সোলার সিস্টম গ্রহন করবেন।
৮। তালিকাভূক্ত প্রতিটি ইউআইএসসি তে একটি করে সোলার সিস্টেম প্রদান করা হবে।
৯। তালিকার বাইরে কোন ইউআইএসসি তে এই মুহুর্তে সোলার সিস্টেম প্রদান করা হবে না।
১০। গ্রহনকারীকে রিসিপ্ট ফরমে স্বাক্ষর করতে হবে।
১১। জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মকর্তা /উপজেলা টেকনিশিয়ান স্বাক্ষী হিসাবে রিসিপ্ট ফরমে স্বাক্ষর করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস